Site icon Jamuna Television

‘স্ট্যাচু অব লিবার্টি’ এখন ভারতের পাঞ্জাবে

‘স্ট্যাচু অব লিবার্টি’ দেখতে বহু পর্যটক ভিড় জমান যুক্তরাষ্ট্রে। তবে যাদের বাজেট কম, তাদের জন্য বিকল্প সুযোগ রয়েছে ভারতের পাঞ্জাবে। শুনতে অবাক লাগলেও ‘স্ট্যাচু অব লিবার্টি’র রেপ্লিকা তৈরি করেছেন প্রবাস ফেরত গুরমিত সিং। তাও আবার নতুন বাড়ির ছাদে বানানো হয়েছে এটি। মঙ্গলবার (২৮ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ৪৬ বছর বয়সী এই এনআরআই থাকেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাতে। নিজের দেশে ফিরে শখ করে একটি বাড়ি বানানোর কাজ শুরু করেন। তারপর ভাবলেন যুক্তরাষ্ট্রের সেই ‘স্ট্যাচু অব লিবার্টি’ পাঞ্জাবে রেপ্লিকা তৈরি করলে কেমন হয়! এই ভাবনা থেকেই নির্মাণাধীন ভবনের ছাদে ১৮ ফুট রেপ্লিকাটি স্থাপন করেন।

রেপ্লিকাটি ফাইবারগ্লাস ব্যবহার করে তৈরি করা হয়। প্রস্তুত করতে সময় লাগে দুই মাস। গুরমিত বলেন, “স্ট্যাচু অব লিবার্টি’ আমাদের পরিবারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

/এআই

Exit mobile version