Site icon Jamuna Television

৩৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফে‌রি চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

রাজবাড়ী করেসপনডেন্ট:

ঘূ‌র্ণিঝড় রিমালের কারণে টানা প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফে‌রি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ রুটে পুনরায় ফে‌রি চলাচল শুরু হয়।

এর আগে রোববার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে ঘূ‌র্ণিঝড় রিমালের কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এদিকে, দীর্ঘ সময় ফে‌রি চলাচল বন্ধ থাকায় দৌলত‌দিয়া প্রান্তের সড়কে নদী পারের জন্য কিছু পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান সি‌রিয়ালে অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বলেন, ঘূ‌র্ণিঝড় প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক হওয়ায় সকাল সাড়ে ৯টা থেকে ফে‌রি চলাচল শুরু হয়েছে। তবে যানবাহনের তেমন চাপ নেই বলে জানান তিনি।

/এনকে

Exit mobile version