Site icon Jamuna Television

দেশে কর্মরত বিদেশিদের হিসাব চেয়ে আইজিপিকে হাইকোর্টের নির্দেশ

ফাইল ছবি

বাংলাদেশে কতজন বৈধ-অবৈধ বিদেশি কাজ করছেন তা আইজিপিকে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে প্রতিবেদন আকারে তালিকা জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া যারা অবৈধভাবে কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারা কেন অবৈধ নয় এ মর্মে রুলও জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২৮ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে বাংলাদেশের কর্মক্ষেত্রে কতজন বৈধ ও অবৈধ শ্রমিক কাজ করছেন তার তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী।

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে ১০ লাখের বেশি অবৈধ বিদেশি শ্রমিক বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করছে। এর ফলে এ দেশের নাগরিকরা যোগ্যতা অনুযায়ী নিয়োগ লাভের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ‘অবৈধ বিদেশি খেদাও আন্দোলন’ নামে একটি সংগঠন এ তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতেই রিটটি দায়ের করা হয়।

/এএস

Exit mobile version