Site icon Jamuna Television

ডেমরায় নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

মেডিকেল প্রতিবেদক:

রাজধানীর ডেমরার মাতুয়াইলে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মো. আয়তুল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২৮মে) দুপুর সাড়ে বারোটার  দিকে অচেতন অবস্থায় থাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত আয়তুলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানায়। তার বাবাব নাম, আব্দুল কুদ্দুস। বর্তমানে মাতুয়াইল এলাকায় ভাড়া থাকতো সে।

নিহতের সহকর্মী মো. জামাল জানান, আয়াতুল এবং তিনি শ্রমিকের কাজ করেন। দুপুরের দিকে মাতুয়াইলে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন তারা। এ সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা দিয়ে তিন তলা থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন আয়াতুল। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version