Site icon Jamuna Television

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ

ছবি: রয়টার্স

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ফ্রান্সে। সোমবার (২৭ মে) রাজধানী প্যারিসের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফিলিস্তিনের পতাকা নিয়ে জড়ো হন বিক্ষোভকারীরা। রাজধানীর গ্রিনজোনে ইসরায়েলি দূতাবাসের কাছে শুরু হয় বিক্ষোভ। পরে বিক্ষোভকারীদের মিছিল অপেরা স্কয়ার হয়ে মমাত্রেঁ এলাকায় গিয়ে থামে। মধ্যরাত পর্যন্ত চলে প্রতিবাদ সমাবেশ। ইসরায়েলবিরোধী স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ।

তারা দাবি জানায় অবিলম্বে যুদ্ধ বন্ধের। গাজা উপত্যকার রাফায় সাম্প্রতিক আগ্রাসনের তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ। এতে ছড়ায় সংঘর্ষ। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

/এএম

Exit mobile version