Site icon Jamuna Television

‘ট্রাফিক চিলড্রেন পার্ক’ তৈরির ঘোষণা ডিএমপির

শিশুদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে ঢাকা শহরে ‘ট্রাফিক চিলড্রেন পার্ক’ তৈরির ঘোষণা দিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২৮ মে) সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কর্মকর্তারা। বলেন, শিশুদের ছোটবেলা থেকেই সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ট্রাফিক চিলড্রেন পার্কের লক্ষ্যই হচ্ছে শিশুদের সড়কের নিয়ম-কানুন শেখানো। এ ব্যাপারে, সার্বিক সহযোগিতা করবে জাপানের উন্নয়ন সহযোগী- জাইকা।

জনগণকে শিক্ষিত করতে ট্রাফিক এডুকেশন সেন্টার তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মেহেদী হাসান।

এটিএম/

Exit mobile version