Site icon Jamuna Television

২০ দিনে গাজায় বাস্তুচ্যুত ১০ লাখের বেশি মানুষ

মাত্র ২০ দিনে গাজায় আরেক দফা বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের বেশি মানুষ। উপত্যকার বিভিন্ন অংশে ইসরায়েলের অভিযান জোরদারে আশ্রয়হীন হয়ে পড়েছে তারা।

জাতিসংঘের মানবাধিকার সমন্বয় বিষয়ক সংস্থার (ওসিএইচএ) বরাত দিয়ে মঙ্গলবার (২৮ মে) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ওসিএইচএ জানিয়েছে, বিভিন্ন শরণার্থী শিবিরে হামলা জোরদারের কারণে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। গত ৬ মে থেকে আবাস ছেড়েছে গাজার উত্তর ও দক্ষিণ অংশের লাখ লাখ মানুষ। গত ১২ দিনে চিকিৎসা সেবায় প্রয়োজনীয় কোনো পণ্যই প্রবেশ করেনি গাজায়, জানিয়েছে এমন তথ্যও।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

/এএম

Exit mobile version