Site icon Jamuna Television

চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়লো বাস, আহত ২৫

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় বাসের যাত্রী ও উদ্ধারে এগিয়ে আসা স্থানীয়রাসহ ২৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার ফকিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর থেকে প্রায় ৩৭ জন যাত্রী নিয়ে একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে ফকিরবাজার এলাকায় পৌঁছলে বাসের চাকা সড়কের একটি গর্তে পড়ে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। সড়কটির প্রায় ১১ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল দশায় পড়ে আছে বলে জানান স্থানীয়রা। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলেও দাবি করেন তারা।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক শামিমা জানান, বাসের কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করতে গিয়ে অনেকে আহত হয়েছেন। তবে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

/আরএইচ

Exit mobile version