Site icon Jamuna Television

তারা প্রধানমন্ত্রীকেও ছুটিতে পাঠাতে পারেন: গয়েশ্বর

প্রধান বিচারপতিকে যারা ছুটিতে পাঠিয়েছেন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ছুটিতে পাঠাতে পারেন। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

দুপুরে, প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ কখনই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। এমন হস্তক্ষেপ আইন ও বিচার ব্যবস্থাকে মুজিবীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে উল্লেখ করেন গয়েশ্বর।

সরকারকে অচিরেই তার অবস্থান থেকে ফিরে আসতে হবে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার মধ্য দিয়ে সরকার অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version