Site icon Jamuna Television

রাজধানীর ডেমরায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক:

রাজধানীর ডেমরার ডগাইর বাজারের একটি গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ এরশাদ (২৭) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) রাত সোয়া ৮ টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত এরশাদ শেরপুর সদরের ধলাভাঙ্গা গ্রামের ফকির মাহমুদের ছেলে। বর্তমানে ডগাইর বাজার এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, উপজেলার ডগাইর বাজার এলাকায় মাহবুব মিয়ার রিকশার গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে যায় তার স্বামী। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পর্শে অচেতন হয়ে পড়েন তার স্বামী। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

/এমএইচ

Exit mobile version