Site icon Jamuna Television

গাজীপুরে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেপনডেন্ট, গাজীপুর: 

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় একটি ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে কাশিমপুরের মোল্লা মার্কেট এলাকায় মিতালি গার্মেন্টসের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মিতালি গার্মেন্টসের ঝুটের গোডাউনে আগুন দেখতে পায় সিকিউরিটি গার্ড। খবর পেয়ে এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সদস্যরা দেড় ঘণ্টায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। তবে, গুদামে রাখা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

/এমএইচ

Exit mobile version