Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ৫ দিনে ৪৮ আরোহীর মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ৫ দিনে মাত্র ৪৮ আরোহীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। তবে এখনও শনাক্ত করা যায়নি কাউকে। ডিএনএ পরীক্ষার জন্য এখন পর্যন্ত ১৪৭ জন স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

দেশটির সেনাপ্রধান জানান, বুধবার সকালে মিলেছে বিধ্বস্ত বিমানটির মূল অংশের সন্ধান। জাভা সাগরে, প্রায় ১৫ নটিক্যাল মাইল এলাকা জুড়ে এখনও চলছে অনুসন্ধান। কাজ করছেন ৩০ জন ডুবুরিসহ অন্তত ৫০০ উদ্ধারকর্মী। সহায়তায় আছে একটি হেলিকপ্টার ও নৌ বাহিনীর তিনটি জাহাজ।

এদিকে, দুর্ঘটনার জেরে ইন্দোনেশিয়ার কেনা সব ‘বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট’ বিমানের ফিটনেস পরীক্ষার ঘোষণা দিয়েছেন পরিবহন মন্ত্রী।

Exit mobile version