Site icon Jamuna Television

ঐক্যফ্রন্টের সাথে সংলাপের জন্য ১৪ দলের ২২ সদস্যের দল ঘোষণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যফ্রন্টের সাথে আগামীকালের সংলাপে আওয়ামী লীগ ও ১৪ দলের ২১ নেতৃবৃন্দ অংশ নেবেন। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অংশগ্রহনকারী নেতারা হচ্ছেন- ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, দিলীপ বড়ুয়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মাঈনুদ্দিন খান বাদল, অ্যাডভোকেট আনিসুল হক, ড. আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, আব্দুর রহমান, ড. আবদুস সোবহান গোলাপ, ড. হাছান মাহমুদ, অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম।

এর আগে সংলাপের আমন্ত্রণ জানিয়ে গত ২৮ অক্টোবর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেয় ঐক্যফ্রন্ট। সেখানে সাত দফা দাবি এবং ১১টি লক্ষ্য সংবলিত চিঠি দেয় গণফোরাম-বিএনপিসহ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত এ জোট।

Exit mobile version