Site icon Jamuna Television

বগুড়া সদরে প্রতীকের ছবিতে অমিল, ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত

বগুড়া ব্যুরো:

বগুড়া সদর উপজেলায় বরাদ্দ দেয়া প্রতীকের সাথে ব্যালটে থাকা প্রতীকের মধ্যে অমিল থাকায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ভোটগ্রহণ স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে। বুধবার (১৯ মে) বেলা ১১টার দিকে ভোটগ্রহণ স্থগিতের এই ঘোষণা দেয়া হয়।

নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন থেকে বরাদ্দকৃত প্রতীক এবং ব্যালটে থাকা প্রতীকের মধ্যে ভিন্নতা থাকায় বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনের পুরুষ ভাইস চেয়ারম্যান পদের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

সকাল আটটায় বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর এ বিষয়ে অভিযোগ করেন ওই প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল আলম মামুন। অভিযোগে উল্লেখ করেন, নির্বাচন কমিশন থেকে তাকে যে আইসক্রিম প্রতীক বরাদ্দ দিয়েছিল, তা ব্যবহার করেই তিনি প্রচারণা চালিয়েছেন। ব্যালট পেপারে আইসক্রিমের যে প্রতীক দেওয়া হয়েছে তার সঙ্গে নির্বাচন কমিশনের বরাদ্দ করা প্রতীকের কোনো মিল নেই। যে কারণে ভোটাররা ভোট দিতে গিয়ে বিভ্রান্ত হচ্ছেন। এই অভিযোগের ভিত্তিতে ঘণ্টাখানেক পরেই ভাইস চেয়ারম্যান পদের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত আসার পর ১৪৬টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের ভোটকক্ষ থেকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) এর ব্যালট সরিয়ে নিতে বলা হয়েছে। সবগুলো কেন্দ্রে বিকেল চারটা পর্যন্ত চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ করা হবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version