Site icon Jamuna Television

হামাসের পাল্টা হামলায় নিহত ৩ ইসরায়েলি সেনা

ফাইল ছবি: রয়টার্স

রাফায় হামাসের পাল্টা হামলায় নিহত হয়েছে আরও তিন ইসরায়েলি সেনা। বুধবার (২৯ মে) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। খবর আল আরাবিয়া নিউজ ও টাইমস অব ইসরায়েলের।

আইডিএফ জানায়, মঙ্গলবার হামাস যোদ্ধাদের হামলায় প্রাণ যায় তাদের। নিহতদের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে। একটি ভবনে আগে পেতে রাখায় বোমার বিস্ফোরণে মৃত্যু হয়েছে তাদের। এ ঘটনায় আহত হয়েছে চারজন, যার মধ্যে তিনজনের অবস্থাই গুরুতর। একই দিন উত্তর গাজায় আহত হয়েছে আরও দুই ইসরায়েলি সেনা।

এদিকে, দক্ষিণ গাজায় টানেলের ভেতরে রাখা বোমার বিস্ফোরণে আহত হয়েছে চারজন। তেল আবিবের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, স্থল অভিযান শুরুর পর ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের প্রতিরোধে মোট মৃত্যু হয়েছে ২৯১ ইসরায়েলি সেনার। তবে দেশটির বিভিন্ন গণমাধ্যমের দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি।

/এএম

Exit mobile version