Site icon Jamuna Television

ধর্মঘটের নামে নৈরাজ্য ও অ্যাম্বুলেন্সে শিশু মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় পরিবহণ ধর্মঘটে শ্রমিকদের বাধায় অ্যাম্বুলেন্সে শিশু মৃত্যুর প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

ছাত্রনেতা সুবিনয় রায় শুভ’র সভাপতিত্বে ও পিনাক দেব এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দ তাবিদ আহমদ প্রতীক, সুমন কান্তি দাশ, কনক দেব নাথ, তপন দেব নাথ, তারিন আক্তার, ফাহিম চৌধুরী, শিশু সংগঠক মনীষ দত্ত, সাংবাদিক মাহমুদ এইচ খান, সাংবাদিক শ.ই. সরকার জবলু প্রমুখ। কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্মঘটের নামে কিছু বর্বর শ্রমিক এমন নিষ্ঠুরতা দেখিয়েছে যে, সাতদিনের একটি শিশুও রক্ষা পায়নি। শিশুটির বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নিয়েছে তারা। এটা হত্যাকাণ্ড উল্লেখ করে জড়িতদের শাস্তি দাবি করেন তারা।
একই জায়গায় সকালে ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন পৃথক কর্মসূচি পালন করে।

Exit mobile version