Site icon Jamuna Television

‘সরকারের লোক বলেই আজিজ-বেনজীর গ্রেফতার হচ্ছে না’

মিথ্যা মামলায় খালেদা জিয়াকে বন্দি করা হলেও, আজিজ-বেনজীরকে গ্রেফতার করা হচ্ছে না। সরকারের নিজের লোক বলেই তাদের গ্রেফতার এড়ানো হচ্ছে – এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বুধবার (২৯ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, আজিজ-বেনজীরকে যারা তৈরি করেছে, তাদের ছেড়ে দেয়া যাবে না। সরকারের সামনেই লুটপাট করে বেনজীর হাজার কোটি টাকার পাহাড় গড়েছে। গণতন্ত্র ধ্বংস করায় তাদের স্যাংশন দেয়া হয়েছে।

এদিকে মানববন্ধনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সরকার উন্নয়নের গালগপ্প করে বেড়াচ্ছে। কিন্তু সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয়ে অতিষ্ঠ।

/আরএইচ

Exit mobile version