Site icon Jamuna Television

খালেদা জিয়ার সাজা বৃদ্ধিতে বিএনপিপন্থী আইনজীবীদের কর্মবিরতি

খালেদা জিয়ার সাজা বৃদ্ধি ও আদলতে ঢুকতে বাধা দেয়ায় প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। গতকাল সুপ্রিমকোর্ট বারের ব্যানারে এই কর্মসূচি দেয়া হয়।

কর্মসূচির সমর্থনে সকালে হাইকোর্টের লবিতে তালা দিয়ে বিক্ষোভ করেন বিএনপিপন্থীরা। এসময় আওয়ামীপন্থী আইনজীবীদের সাথে বাকবিতণ্ডা বেধে যায় তাদের। দেখা দেয় হট্টগোল।

পরে বর্জন কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ এনে এর তীব্র নিন্দা জানায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। দুপুরে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জয়নুল আবেদীন বলেন, এই ঘটনার প্রতিবাদে কাল ঢাকাসহ সারাদেশে মানববন্ধন করা হবে।

Exit mobile version