Site icon Jamuna Television

কিমের দেশ থেকে দক্ষিণ কোরিয়ায় মলমূত্র ভর্তি বেলুন ফেলার অভিযোগ

অভিনব উপায়ে প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকে হয়রানি করার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। সিউলের (দক্ষিণ কোরিয়ার রাজধানী) অভিযোগ, তাদের আকাশে উড়ছিল বেশ কিছু বেলুন। রহস্যময় সেই বেলুনগুলো মাটিতে নামাতেই দেখা যায় সেগুলো ময়লা আর মলমূত্রে ভর্তি!

সেগুলোর মধ্যে পরিত্যক্ত খালি বোতলে উত্তর কোরিয়ার কারখানার নাম পাওয়ায় প্রতিবেশী পিয়ংইয়ংকেই (উত্তর কোরিয়ার রাজধানী) দুষছে সিউল। বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, আর্বজনা বোঝাই অন্তত দেড়শ’ বেলুন উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়ার সীমান্তে ছড়িয়েছে চাঞ্চল্য। বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়া। এর আগে, প্রতিবেশীর বিরুদ্ধে নজরদারি বেলুন পাঠানোর অভিযোগ তুলে পিয়ংইয়ং। তখনই প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছিল তারা।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি, আকাশসীমায় প্রবেশ করেছে দেড়শ’ বেলুন। দেশটির ৯ প্রদেশের আটটিতেই রহস্যজনক এসব বেলুন শনাক্ত হয়েছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নাগরিকদের মাঝে। সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

অবশ্য দু’দেশের মধ্যে বেলুন পাঠানোর ঘটনা এটাই প্রথম নয়। কয়েক দশক ধরেই উত্তেজনা বিরাজ করা দুই প্রতিবেশী বিভিন্ন সময় একে অপরের বিরুদ্ধে বেলুন পাঠানোর অভিযোগ তুলেছে।

/এমএইচ

Exit mobile version