Site icon Jamuna Television

সুনামগঞ্জে কৃষক হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

সুনামগঞ্জে কৃষক রফিজ হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বেকসুর খালাস পেয়েছে ২ আসামি।

সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

মামলায় বলা হয়, ২০০০ সালে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিজকে মারধর করে আসামিরা। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের ছেলে বাদি হয়ে মামলা করে। সাক্ষ্য, প্রমাণ ও যুক্তি-তর্ক শেষে আদালত আজ রায় দেন।

Exit mobile version