Site icon Jamuna Television

রাজশাহীতে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত

ফাইল ছবি।

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায় ট্রেন ও অটোরিকশার সংঘর্ষে এক কিশোরসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৯ মে) সন্ধ্যায় কাশিয়াডাঙ্গার সায়েররাগাছা এালাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাশিয়াডাঙ্গার বালিয়া এলাকার সাদ আলী (১৫) ও বিষু (৪৫)। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অটোরিকশাটি বালিয়া এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সায়েররাগাছা এলাকায় একটি ট্রেনের সাথে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিষু নামের একজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদ আলীকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কুমার জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

/আরএইচ

Exit mobile version