Site icon Jamuna Television

গাজায় ইসরায়েলের আগ্রাসন চলবে আরও ৭ মাস!

ছবি: সংগৃহীত

গাজায় আরও ৭ মাস ধরে, চলতে পারে ইসরায়েলের আগ্রাসন। এমন ইঙ্গিত দিয়েছে তেলআবিব।

বুধবার, এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই ইঙ্গিত দেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাছি হানেগবি। বলেন, চলতি বছরের শেষ নাগাদ চলতে পারে হামাস বিরোধী অভিযান। রাফায় চলমান অভিযানের পক্ষে যুক্তি দেন তিনি। বলেন, ২০০৭ সালে হামাস উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার পরই চোরাকারবারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে অঞ্চলটি।

তার দাবি, ওই সীমান্ত দিয়েই রকেট ও বিস্ফোরক ছোঁড়া হয়েছে ইসরায়েলের দিকে। হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংসের হুঁশিয়ারি দেন হানেগবি। হানেগবি বলেন, নির্মুল করা হবে ইসলামিক জিহাদসহ অন্যান্য ছোট ছোট স্বাধীনতাকামী সংগঠনগুলোও।

/আরআইএম

Exit mobile version