Site icon Jamuna Television

রাজধানীতে বিদ্যুৎ বিল দিতে গিয়ে যুবক নিখোঁজ, থানায় জিডি

নিখোঁজ হওয়া সুব্রত পাড়।

রাজধানীর মিরপুরে বিদ্যুৎ বিল দিতে গিয়ে সুব্রত পাড় (২৪) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। এ বিষয়ে বুধবার (২৯ মে) দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জিডিতে নিখোঁজ হওয়া সুব্রতের মা হাসি পাড় বলেন, সুব্রত গত ১০ বছর যাবত তার খালা কাজলরানী রায়’র বাসায় বসবাস করতেন। গত ২৬ তারিখ সকালে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যান তিনি।

এরপর সোয়া এগারোটার দিকে আব্দুল আওয়াল ভুইয়া নামক এক ব্যক্তির সাথে ফোনে কথা বলেন সুব্রত। তিনি সুব্রতকে ডেসকো অফিসে বিদ্যুৎ বিল দিয়ে আসার কথা বলেন। সে উদ্দেশেই বের হয় সুব্রত। তবে, এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। মুঠোফোনে কল দিয়েও বন্ধ পাওয়া যায়।

ঘটনা শুনে তার মা গ্রাম থেকে ঢাকায় আসেন এবং থানায় সাধারণ ডায়েরি করেন। জিডিতে আরও উল্লেখ ছিল, সেদিন সুব্রত পাড়ের পরনে অ্যাশ রঙের টি শার্ট ও ব্লু রঙের জিন্স প্যান্ট ছিল। তার গায়ের রং ফর্সা এবং উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি।

/এমএইচ

Exit mobile version