Site icon Jamuna Television

ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রে নিরাপত্তা জোরদার

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচের দিন হামলার হুমকি দিয়েছে আইএসআইএস-কে। হামলার বিষয়টি নিশ্চিত হবার পর পরই নাসাউ কাউন্টিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

একটি গ্রাফিক্স পোস্টারের সাহায্যে এই হুমকি দেয়া হয়েছে। যে গ্রাফিক্সটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে, মাথায় হুডি পরা একটি লোকের পিঠে আগ্নেয়াস্ত্র। নিচের অংশে সাদা ও লাল অক্ষরে লেখা, ‘তোমরা ম্যাচের অপেক্ষায় আছো আর আমরা আছি তোমাদের অপেক্ষায়।’

নিউইয়র্ক শহরের গভর্নর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তাদের পাওয়া খবর অনুযায়ী এই মুহূর্তে জনজীবনে নিরাপত্তায় বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন, ম্যাচ যেন ঠিকমতো অনুষ্ঠিত হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে মাসের পর মাস কাজ করে যাচ্ছে তার প্রশাসন।

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেন, পুলিশকে বলেছি নিরাপত্তা জোরদার করতে। এরমধ্যে রয়েছে আইনের প্রয়োগ, নজরদারি এবং যাচাই-বাছাই করা। জনগণের নিরাপত্তাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেট বিশ্বকাপ যেন নিরাপদ এবং উপভোগ্য হয়, তা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার কথাও গণমাধ্যমে উল্লেখ করেছেন। প্যাট্রিক রাইডার বলেন, নাসাউ কাউন্টির একটি ভিডিও ক্লিপ্স যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, সন্ত্রাসী গোষ্ঠী সেই ‘লোন উলফ’ হামলার কথা জানিয়েছে। যখন একটি ম্যাচ চলাকালীন বিশাল ভিড় থাকে, তখন সব কিছুই বিশ্বাসযোগ্য মনে হয়। আমরা এ ব্যাপারে করা নজড় রাখছি।

ক্রীড়াঙ্গনে আইএসএর হামলার হুমকী নতুন নয়। ক’দিন আগেই উয়েফা চ্যাম্পিয়নস লিগের রিয়াল-ম্যানসিটি সেমিফাইনাল ম্যাচে হামলার হুমকি দিয়েছিলো জঙ্গি গোষ্ঠিটি।

/আরআইএম

Exit mobile version