Site icon Jamuna Television

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি: প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের

ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক আরদুজ্জামান মুনশী।

পোল্যান্ডকে ৭৯-২৮ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে আসরে টানা চতুর্থ জয় তুলে নিলো আরদুজ্জামান মুনশীর দল।

বৃহস্পতিবার (৩০ মে) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এদিন, ম্যাচের শুরু থেকেই দাপট ছিলো স্বাগতিক দলের। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম লোনা তুলে নেয় বাংলাদেশ। খুব একটা প্রতিদ্বন্দ্বীতা গড়তে না পারায় ৩৮-১৫ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে আব্দুল জলিলের শিষ্যরা।

শেষ পর্যন্ত ৭টি লোনাসহ ৭৯-২৮ পয়েন্ট ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। ২৫ পয়েন্ট তুলে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক আরদুজ্জামান মুনশী। শুক্রবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

/এমএইচ

Exit mobile version