Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হচ্ছেন নাইমুল ইসলাম খান

ফাইল ছবি

জ্যেষ্ঠ সাংবাদিক ও আমাদের নতুন সময় পত্রিকার এমেরিটাস সম্পাদক নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হচ্ছে। এবিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদনের চিঠি পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। মঙ্গলবার (২৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ.কে.এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠি বলা হয়, প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটবে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে সচিব মর্যাদায় ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতন ও সরকারি অন্যান্য সুবিধাদিসহ চুক্তিভিক্তিক নিয়োগ প্রদানের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। তার চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় এতে।

প্রসঙ্গত, নাইমুল ইসলাম খান ১৯৫৮ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। কুমিল্লা জিলা স্কুল থেকে তিনি এসএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জ্যেষ্ট সাংবাদিক নাইমুল ইসলাম খান বর্তমানে দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস এডিটর হিসেবে রয়েছেন।

/এনকে

Exit mobile version