Site icon Jamuna Television

বন্যার পানি প্রবেশ করেছে সিলেট নগরীর ফায়ার সার্ভিসের কার্যালয়ে

সিলেটের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কার্যালয়ে প্রবেশ করেছে পানি। বৃহস্পতিবার (৩০ মে) রাতে নগরীর তালতলাস্থ একটি ছড়ার পানি উপচে এই কার্যালয়ে পানি প্রবেশ করে। এরপরই ফায়ার সার্ভিস কর্মীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেন। এর আগে, ২০২২ সালের বন্যায়ও তলিয়ে যায় কার্যালয়টি।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে প্রায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সন্ধ্যা ৬টায় সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে নদীটির কানাইঘাট পয়েন্ট, কুশিয়ারা, সারিসহ অন্যান্য নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

/এনকে

Exit mobile version