Site icon Jamuna Television

তীব্র গরমে ভারতে ২২ জনের মৃত্যু

ছবি: এএফপি

তীব্র গরমে ভারতের তিন রাজ্যে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। গেল ৩৬ ঘণ্টায় বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডে এই প্রাণহানি ঘটে। শুক্রবার (৩১ মে) এ তথ্য দিয়েছে টাইমস অব ইন্ডিয়াসহ দেশটির একাধিক সংবাদমাধ্যম।

কর্তৃপক্ষ জানিয়েছে, এর মধ্যে ওড়িশায় ৬ নারীসহ ১০ জন হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিহারে প্রাণ গেছে অন্তত ১০ জনের। বাকিরা ঝাড়খণ্ডের অধিবাসী।

কর্তৃপক্ষ আরও জানায়, এসব এলাকায় তাপমাত্রা গড়ে ৪৫ ডিগ্রি পর্যন্ত ছাড়ায়। এতে অসুস্থ্ হয়ে পড়ে বহু মানুষ। আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দাবদাহ চলছে ভারতের বিভিন্ন এলাকায়। এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দিল্লিতে, ৫৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

/এএম

Exit mobile version