Site icon Jamuna Television

সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

ব্যুরো চিফ, সিলেট:

সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গোয়াইনঘাট ও জৈন্তাপুরে সব নদীর পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ শুক্রবার (৩১ মে) এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এর আগে, ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও প্রবল বর্ষণে সিলেটের নদ-নদীগুলোতে দ্রুত পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছিল।

আজ সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও আশ্রয়কেন্দ্র ছেড়ে যায়নি পানিবন্দি মানুষ। জকিগঞ্জে কুশিয়ারা নদীর পানি  এখনও বিপৎসীমার ২০৭ সেন্টিমটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাটে সুরমার পানি বিপদসীমার ৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কোম্পানীগঞ্জ উপজেলায় ধলাই নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে।

এদিকে, সুরমা নদীর পানি সিলেট পয়েন্ট বেয়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে খাল বেয়ে নগরীতে প্রবেশ করছে পানি। খালের পাশের বেশ কিছু স্থাপনায় ইতোমধ্যে পানি প্রবেশ করেছে।

/এএম  

Exit mobile version