Site icon Jamuna Television

পাকিস্তানের নির্বাচন ছিল ‘সবচেয়ে বড় ডাকাতি’: ইমরান খান

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির নির্বাচন ছিল ‘সবচেয়ে বড় ডাকাতি’। এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (৩০ মে) এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানায়, সুপ্রিম কোর্টে শুনানির সময় এই মন্তব্য করেন পিটিআই প্রধান। বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান খান। সেখান থেকেই ভার্চুয়াল শুনানিতে অংশ নেন তিনি।

ইমরান খান বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনরায় ডাকাতি করা হয়েছে। এছাড়া, আমার দলের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। সরকার মানবাধিকার লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন ইমরান।

উল্লেখ্য, গত আগস্টে কারাবন্দি হওয়ার পর এটিই উন্মুক্ত আদালতে ইমরান খানের প্রথম মন্তব্য।

/এএম

Exit mobile version