Site icon Jamuna Television

ধ্যানে বসলেন নরেন্দ্র মোদি

ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণের আগে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৮ ঘণ্টা ধ্যান করবেন তিনি। এ তথ্য দিয়েছে এনডিটিভিসহ দেশটির একাধিক গণমাধ্যম।

বৃহস্পতিবার (৩০ মে) স্থানীয় সময় বিকাল পাঁচটায় নির্বাচনী প্রচারণার সময় শেষ হতেই কন্যাকুমারি যান মোদি। সেখানে বিবেকানন্দ রক মেমোরিয়ালে বসেন ধ্যানে। তার ধ্যান চলবে আগামী শনিবার (১ জুন) সন্ধ্যা পর্যন্ত। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে ২ হাজারের বেশি পুলিশ। নজরদারি করছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

এ ইস্যুতে সমালোচনার ঝড় তুলেছে বিরোধীরা। তাদের অভিযোগ, এটাও ভোটের একপ্রকার প্রচার। কংগ্রেস ধ্যান নিয়ে আপত্তি না তুললেও নির্বাচন কমিশনের কাছে এটার খবর প্রচারে বিধিনিষেধ আরোপের দাবি করেছে।

/এএম

Exit mobile version