Site icon Jamuna Television

এইচএসসি পরীক্ষা পেছাবে কি না, যা জানালো শিক্ষা মন্ত্রণালয়

প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা পেছানোর বিজ্ঞপ্তিটি ভুয়া বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগের নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জুন থেকেই শুরু হবে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা।

শুক্রবার (৩১ মে) এ তথ্য নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের। তিনি বলেন, পরীক্ষা আগের রুটিন অনুযায়ীই হবে। পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ভুয়া বিজ্ঞপ্তিতে কেউ যাতে বিভ্রান্ত না হন সেই বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে যেখানে বলা হয়, আগাম ঘূর্ণিঝড়, বন্যা ও দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভিত্তি করে আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা আগামী ৩০ জুলাই থেকে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার একদিন পর বিষয়টিকে ভুয়া বলে জানাল শিক্ষা মন্ত্রণালয়।

/এমএইচআর

Exit mobile version