Site icon Jamuna Television

ঢাবির নতুন ভিসি প্যানেল মনোনয়নে হাইকোর্টের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্যানেল নির্বাচনে ডাকা বিশেষ সভা অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ৬ মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সিনেট গঠনের মাধ্যমে নতুন ভিসি প্যানেল মনোনয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি জিনাত আরা ও বিচার ইজারুল হকের বেঞ্চ দুপুরে এই রায় দেন। ২৯ জুলাইয়ে বিশেষ সভায় ৩ সদস্যের ভিসি প্যানেল নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছেন আদালত।  ২৪ জুলাই সিনেটের বিশেষ সভা ডাকার বৈধতা চ্যালেঞ্জ করে ১২ শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের ১৫ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট রিট করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ ১৯৭৩ সালের ২০(১) ধারা অনুযায়ী সিনেট গঠন না করে ২৯ জুলাই ডাকা সভাটি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।
শুনানি শেষে ২৪ জুলাই নোটিশের কার্যকারিতা স্থগিতসহ রুল জারি করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করলে, স্থগিতাদেশ স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। গত ২১ আগস্ট রিটের ওপর চূড়ান্ত শুনানি শুরু হয়, যা শেষ হয়েছে ৮ অক্টোবর।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version