Site icon Jamuna Television

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইল করেসপনডেন্ট:

নড়াইলের কলাবাড়িয়া গ্রামে আনিস শেখ (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মে) রাত ৮টার দিকে চরকান্দিপাড়া টুকু মিয়ার ইটভাটার কাছে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় তাকে। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে সে মারা যায়।

নিহত আনিস চরকান্দিপাড়া গ্রামের মোশারেফ হোসেনের ছেলে। নিহতের ভাই সোহেল শেখ কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য।

স্থানীয়রা জানায়, এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনিস ইটভাটা এলাকায় ঘুরতে যায়। এসময় একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে সে মারা যায়।

নিহতের ভাই ইউপি মেম্বার সোহেল শেখ হত্যাকাণ্ডের ঘটনাটি নির্বাচন কেন্দ্রিক দাবি করলেও নিহত আনিস শেখ এলাকায় সন্ত্রাসী ও মাদক কারবারের সাথে যুক্ত ছিলো বলে গ্রামের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এ ঘটনায় কলাবাড়িয়া বাজারসহ আশেপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
/এমএইচ

Exit mobile version