Site icon Jamuna Television

ধ্বংসস্তূপের মধ্যে জুম্মার নামাজ আদায় করলো গাজাবাসী

খান ইউনিসে ধ্বংসস্তূপের মধ্যে জুম্মার নামাজ আদায় করলো গাজার বাসিন্দারা। আল ইসলাম নামে একটি বিধ্বস্ত মসজিদের পাশে রাস্তায় জড়ো হয় নিরীহ গাজাবাসী।

প্রকাশিত ফুটেজে দেখা যায়, আধ ভাঙা মসজিদের ভেতরে নামাজের জন্য প্রস্তুত অনেকে। পাশের রাস্তাতেও ভিড় করেছেন অনেক ফিলিস্তিনি। যাদের মধ্যে কেউ কেউ আবার ইসরায়েলি হামলায় হারিয়েছেন হাঁটার ক্ষমতা; হুইল চেয়ারে করেই এসেছেন নামাজ আদায় করতে।

অনেকেই জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন আল্লাহর কাছে। এর মধ্যে, ইট-বালি-সুরিকর ভাঙা অংশের ভেতরই নামাজ শুরু করেন ইমাম। জানান, যদি তীব্র হামলাও চলতে থাকে তবু, মসজিদেই জুম্মার নামাজ আদায় করবে ফিলিস্তিনিরা।

এটিএম/

Exit mobile version