Site icon Jamuna Television

পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

কৃষকদের সুবিধা দিয়ে দেশে পাটের সুদিন ফিরিয়ে আনা হবে। তাদের পাটচাষে আগ্রহী করতে ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। শনিবার (১ জুন) নরসিংদীতে পাটচাষী ও এই খাতে সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, পাট উৎপাদনে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে, তা দ্রুতই নিরসন করা হবে। পাশাপাশি এই খাতকে মধ্যস্বত্বভোগীমুক্ত করতে হবে। এ সময় শীঘ্রই বন্ধ মিলগুলো চালু করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, পর্যায়ক্রমে সারাদেশেই পাটপণ্য মেলায় আয়োজন করা হবে। এই মেলার মাধ্যমে পাটের বহুমূখী ব্যবহারের বিষয়ে মানুষ জানতে পারবে। বর্তমানে দেশ থেকে পাটজাত পণ্য বিদেশেও রফতানি হচ্ছে। এর ফলে অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় নরসিংদী পৌর পার্কে তিনদিনব্যপী পাটজাত পণ্যের মেলা উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির নানক। এছাড়া একাধিক জুটমিল ও বেশ কয়েকটি প্রতিষ্ঠানও পরিদর্শন করেন তিনি।

/আরএইচ

Exit mobile version