Site icon Jamuna Television

চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়েছে জুট মিল

চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি রাবেয়া জুট মিল আগুনে পুড়ে গেছে। গতকাল রাতে এই দুর্ঘটনা ঘটে।

কারখানার মালিক রফিকুল ইসলাম জানান, গত রাতে হঠাৎ জুট ইউনিটে আগুন ধরে যায়। এসময় সেখানে থাকা কর্মচারীরা কারখানা থেকে বেরিয়ে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে জুট মিলের বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে। ক্ষতি হয়েছে পাটপণ্য ও যন্ত্রপাতির। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির কারণ অনুসন্ধানে কাজ চলছে।

Exit mobile version