Site icon Jamuna Television

ডেমরায় স্টিল কারখানায় বিস্ফোরণ, আহত ৭

ফাইল ছবি

মেডিকেল প্রতিবেদক:

রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় জহির স্টিল অ্যান্ড রুলিং মিল নামন একটি স্টিল কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজন আহত ও দগ্ধ হয়েছেন। শনিবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন- তরিকুল ইসলাম (৩২), সুজন (২৫), আমিনুল ইসলাম (২৫), রনি (৩০), কাঞ্চন (২৮), দিপন দাস (৩০) ও শফিকুল ইসলাম (২৭)।

কারখানাটির শিফট ইনচার্জ তরিকুল ইসলাম জানান, তিনিসহ কয়েকজন মিলে গিয়ার নামে একটি যন্ত্র খুলছিলেন।এ সময় যন্ত্রটি ওভারহিটের কারণে বিস্ফোরিত হয়। এতে তিনিসহ বেশ কয়েকজন দগ্ধ ও আহত হন। পরে আমাদের সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এরপর কয়েকজনকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে নিয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত চার জনকে ঢাকা মেডিকেলে এবং বাকি ৩ জনকে মেডিকেল বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জনান তিনি।

/এএস

Exit mobile version