Site icon Jamuna Television

আজ থেকে টিসিবির জুন মাসের পণ্য বিক্রি শুরু

ফাইল ছবি

ঈদুল আজহাকে সামনে রেখে আজ রোববার (২ জুন) থেকে ভর্তুকি মূল্যে জুন মাসের পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারাদেশের ১ কোটি কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রি করবে সংস্থাটি।

রোববার (২ জুন) সকাল সাড়ে ৯টায় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু রাজধানীর মিরপুর ১১ নম্বরের পল্লবীর প্যারিস রোড এলাকার শেখ ফজলুল হক মনি খেলার মাঠে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করবেন।

এর আগে, শনিবার (১ জুন) সংস্থাটির ঢাকা কার্যালয়ের যুগ্ম পরিচালক (তথ্য কর্মকর্তা) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মশুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি করা হবে। কার্ডধারী প্রত্যেকে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি ও ৫ কেজি চাল কিনতে পারবেন। এছাড়া এই কার্যক্রম জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ এবং সময় অনুযায়ী পরিবেশকদের দোকান ও নির্ধারিত স্থায়ী স্থান থেকে পরিচালনা করা হবে বলেও জানানো হয়।

/আরএইচ

Exit mobile version