Site icon Jamuna Television

রাজস্ব আহরণের ফাঁকফোকর বন্ধ করার তাগিদ সিপিডির

রাজস্ব আহরণের ফাঁকফোকর বন্ধ করার তাগিদ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। অর্থনীতি পর্যালোচনা করে সংস্থাটি বলছে, সরকারি কর্মকর্তাদের জন্য নতুন গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণ খুব জরুরি না। রোববার (২ মে) দুপুরে নিজস্ব কার্যালয়ে এ বিষয়ে আলোচনার আয়োজন করে সিপিডি।

সংস্থাটির মতে, নিত্যপণ্য, বিলাসী পণ্যে পরিণত হচ্ছে। বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম ১০৫ টাকা, কিন্তু দেশে বিক্রি হচ্ছে ১৬০ টাকার ওপরের। ৫ বছরে সবচেয়ে বেশি বেড়েছে চিনির দাম।

সামাজিক নিরাপত্তা খাতে শুধু চাল কিংবা ভাতা দিয়ে দায়িত্ব শেষ করার সুযোগ নেই বলে মনে করছে সিপিডি। তারা বলছে, নিম্ন আয়ের মানুষকে দীর্ঘ মেয়াদে সুরক্ষা দিতে হবে।

প্রবৃদ্ধির চেয়ে সামষ্টিক স্থিতিশীলতায় বেশি গুরুত্ব দেয়া উচিত বলে মনে করেন, ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দীর্ঘমেয়াদী সংস্কার ছাড়া অর্থনীতিতে সুদিন ফেরানো কঠিন।

এ জন্যে কোনো সংস্থা যদি সংস্কার চায় সেটিকে ইতিবাচক ভাবে নেয়া উচিত। এডিপি প্রসঙ্গে বলা হয়, প্রাধিকারের মধ্যে এমন অনেক প্রকল্প ঢুকে যাচ্ছে যেটিতে খুব বেশি গুরুত্ব দেয়ার কথা ছিল না।

এটিএম/

Exit mobile version