Site icon Jamuna Television

এরা সরকার নয়, বর্গি লুটেরা: ফখরুল

ক্ষমতায় থাকতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে একেকজন রক্ষী তৈরি করেছে সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি। সরকারের পতন কেবল সময়ের ব্যাপার।

রোববার (২ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। ফখরুল দাবি করেন, দুর্নীতিবাজ সম্পর্কে না জানলে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না।

আওয়ামী লীগের কোনো দায়িত্ববোধ ও জবাবদিহিতা নেই বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বলেন, এরা সরকার নয়, বর্গি-লুটেরা। ক্ষমতাসীনদের হটাতে না পারলে দেশের অস্তিত্ব থাকবে না।

এটিএম/

Exit mobile version