Site icon Jamuna Television

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন আহমাদিনেজাদ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন দেশটির আলোচিত সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। রোববার (২ জুন) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, নির্বাচনের প্রার্থী হতে এরইমধ্যে নিবন্ধন করেছেন তিনি।

২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা দুই দফায় দেশটির ক্ষমতায় ছিলেন ৬৭ বছর বয়সী এই নেতা। এর আগে, তিনি তেহরানের মেয়র ছিলেন। ক্ষমতায় থাকাকালীন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কট্টোর সমালোচক ছিলেন তিনি। দেশের পারমাণবিক কর্মসূচির পক্ষেও ছিল আহমাদিনেজাদের জোরালো অবস্থান।

গত দুই নির্বাচনে অবশ্য তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছিলো। এবারও চূড়ান্ত বাছাইয়ে টিকতে তাকিয়ে থাকতে হবে গার্ডিয়ান কাউন্সিলের সিদ্ধান্তের দিকে।

প্রসঙ্গত, সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুর পর ইরানে ৫০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

/এএম

Exit mobile version