Site icon Jamuna Television

গোপালগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে গলা কেটে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২ জুন) ভোরে কোটালীপাড়া উপজেলার চৌধুরীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফিরোজ আলম। তিনি জানান, কোটালীপাড়ার চৌধুরীর হাটের মাছের চান্দিনায় ওই মানসিক ভারসাম্যহীন নারী প্রায় চার বছর ধরে অবস্থান করে আসছিলেন।

তিনি আরও জানান, রোববার ভোরে রাতে ওই নারীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সকালে এলাকাবাসী দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় বলেও জানান তিনি।

এদিকে, হত্যার শিকার ওই নারীর নাম পরিচয় জানা যায়নি। কি কারনে এই হত্যাকাণ্ড ঘটেছে এ বিষয়েও এখন পর্যন্ত কিছু জানাতে পারেনি পুলিশ।

/ এএস

Exit mobile version