Site icon Jamuna Television

শান্তি সম্মেলনে এশিয়ার নেতাদের অংশ নেয়ার আহ্বান জেলেনস্কির

সুইজারল্যান্ডের আসন্ন শান্তি সম্মেলনে এশিয়ার নেতাদের অংশ নেয়ার আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশীয় অঞ্চলের বৃহত্তম প্রতিরক্ষা ফোরামে শাংরি-লা সংলাপে অংশ নিয়ে এই আহ্বান জানান জেলেনস্কি। খবর দ্য স্টারসহ একাধিক সংবাদমাধ্যমের।

এদিন সাইডলাইনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে দেয়া ভাষণে জানান, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অস্ত্র সংকটের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে।

জেলেনস্কির দাবি, চলতি মাসে সুইজারল্যান্ডে হতে যাওয়া শান্তি সম্মেলনে ১০৬টি দেশ ও প্রতিষ্ঠান অংশ নিতে রাজি হয়েছে। বিশ্বের অনেক দেশই এখনও কিয়েভকে সমর্থন না দেয়ায় হতাশা প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

/এএম

Exit mobile version