Site icon Jamuna Television

মেসি-সুয়ারেজের গোল, তবুও জিততে পারলো না মায়ামি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) এবারের মৌসুমের ১৭ তম ম্যাচডে তে সেন্ট লুইসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। মায়ামির হয়ে অপর গোলটি করেন জর্দি আলবা। রোববার (২ জুন) বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠে সেন্ট লুইসকে আতিথ্য দেয় মেসির দল।

দুই দলই প্রথমার্ধে করে দুটি করে গোল। দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেসের আত্মঘাতী গোলে ফের এগিয়ে যান সেইন্ট লুইস। শেষ দিকে আলবার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ম্যাচের ৬৯ শতাংশ সময় বল ছিল তাদের কাছেই। গোলের জন্য ১৯টি শট করে লক্ষ্যে রাখে ১০টি। কিন্তু তিনবারের বেশি বল জালে ঢুকতে দেননি সেইন্ট লুইস গোলরক্ষক রোমান বুর্কি। সেন্ট লুইসের হয়ে গোল দুটি করেন ক্রিস ডারকিন ও ইন্ডিয়ানা ভেসিলেভ।

উল্লেখ্য, এ ড্রয়ের পরও অবশ্য মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষেই আছে মায়ামি। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৩৫। ২ ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে সিনসিনাটি। ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ওয়েস্টার্ন কনফারেন্সে ১১ নম্বরে সেন্ট লুইস।

/এমএইচআর

Exit mobile version