Site icon Jamuna Television

জার্মানিতে ভয়াবহ বন্যা, সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাভারিয়া রাজ্য

বেশ কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির কারণে দক্ষিণ জার্মানিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। বন্যার ফলে ৬০০ জনেরও বেশি মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির ডোনাউ, নেকার এবং গুয়েঞ্জসহ বড় কয়েকটি নদীর পানির স্তরও বেড়ে গেছে। অনেক এলাকায় পানির স্তর এক শতাব্দীর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর, জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে।

জানা যায়, নদীর পানি বেড়ে যাওয়ার প্রভাবে তলিয়ে গেছে অনেক শহরের রাস্তা-ঘাট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাভারিয়া অঙ্গরাজ্য। পানিবন্দি আছে শহরের হাজারও বাসিন্দা। তাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে ৫শ’র ও বেশি উদ্ধারকর্মী। তবে রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। কিছু বাসিন্দাদের উদ্ধারে পাঠানো হয়েছে হেলিকপ্টার।

উল্লেখ্য, ভারী বৃষ্টিপাত আরও কিছুদিন চলবে বলে জানিয়েছে জার্মানির আবহাওয়া বিভাগ। ইতোমধ্যে বাভারিয়ার ১০টি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

/এমএইচআর

Exit mobile version