Site icon Jamuna Television

একজনকে হত্যাসহ ৩ ভাবিকে কুপিয়ে পালানো দেবর গ্রেফতার 

সুনামগঞ্জ করেসপনডেন্ট: 

সুনামগঞ্জে তিন ভাবিকে কুপিয়ে পালিয়ে যাওয়া দেবর আইনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ জুন) দুপুরে তার  সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের আমরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, তার বিরুদ্ধে এক ভাবিকে কুপিয়ে হত্যা ও আরও দুই ভাবিকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়।  

পুলিশ জানায়, শনিবার (১ জুন)  পারিবারিক কলহের জেরে তিন ভাবিকে চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ওই যুবক। এ ঘটনায় স্বপ্না বেগম নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান।  মর্জিনা বেগম ও ইয়াসমিন বেগম নামের আরও দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে নিহত স্বপ্নার বাবা নুরুল ইসলাম বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল বণিক বলেন, তিন ভাবিকে কুপানোর পর পালিয়ে যাওয়া অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version