Site icon Jamuna Television

গোসল করতে গিয়ে পা‌নিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি।

ভোলা করেসপনডেন্ট:

ভোলায় পুকুরে গোসল করতে গিয়ে পা‌নিতে ডুবে মো. ইয়া‌ছিন (৭) ও মো. ওমন (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইয়া‌ছিন ভোলা পৌর ৯ নম্বর ওয়ার্ডের চরজংলা এলাকার মো. সুজনের ছেলে ও মো. ওমন একই এলাকার বা‌সিন্দা।

নিহত ইয়া‌ছি‌নের খালাতো ভাই মো. ইফাইত ইসলাম জানান, দুপুরের দি‌কে শিশু দুইজন তাদের প‌রিবা‌রকে না জনিয়ে বা‌ড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পরে গোসল করতে গিয়ে তারা পুকুরের পা‌নিতে ডুবে যায়। এরপর তাদের প‌রিবারের সদস্যরা তা‌দের খোঁজাখু‌জি শুরু করে। একপর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়‌দের সহযোগীতায় তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চি‌কিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার ও‌সি মো. ম‌নির হোসেন মিয়া ঘটনার সত্যতা নি‌শ্চিত করেছেন।

/এএস

Exit mobile version