Site icon Jamuna Television

আদালতে হাজিরা দিতে এসে আসামির মৃত্যু

আদালতের বারান্দায় হাজির হয়ে এজলাসে ঢোকার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জাকির হোসেন। আজ রোববার (২ জুন) ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল।

জানা গেছে, জাকির হোসেন জাল জালিয়াতির একটি মামলায় হাজিরা দেয়ার জন্য বেলা সাড়ে ১১ টায় আদালতে আসেন। এসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় এসে জাকির হোসেন তার আইনজীবী আল মামুনের কাছে থাকা হাজিরার কাগজে টিপসই দেন। এর পরেই বারান্দায় অসুস্থ হয়ে বসে পড়েন তিনি। তার সাথে থাকা স্বজন কিছু বুঝে ওঠার আগেই জাকির মারা যান। পরে তার স্বজনরা জাকিরের মরদেহ কেরানীগঞ্জ মডেল থানা এলাকার বন্দ ডাকপাড়া গ্রামে নিয়ে যায়। তিনি ওই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

জাকিরের অপর আইনজীবী সুলতান নাসের জানান, জাকির আগে থেকেই অসুস্থ ছিলেন। জাল জালিয়াতির অভিযোগে জাকির ও তার ভাই বোনদের আসামি করে ২০১৯ সালে মামলাটি দায়ের করেছিলেন রহিমা খাতুন নামে এক নারী।

/এএম

Exit mobile version