Site icon Jamuna Television

তীব্র মানসিক চাপে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান ঘুষের মামলা ইস্যুতে তীব্র মানসিক চাপে রয়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। রোববার (২ জুন) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

বিচার প্রক্রিয়া চলাকালীন পুরো সময়টি নিজের স্ত্রীর জন্য কঠিন ছিল বলে জানান। নিজের চেয়ে পরিবার নিয়েই বেশি চিন্তিত বলেও মন্তব্য করেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের মুখ বন্ধে ঘুষ দেয়ার অভিযোগে মামলা চলছিল ট্রাম্পের বিরুদ্ধে। ৩৪টি অভিযোগের সবগুলোই সত্যি প্রমাণিত হওয়ায় গত বৃহস্পতিবার নিউইয়র্কের আদালতে দোষী সাব্যস্ত করা হয় ট্রাম্পকে।

রায়ে ৪ বছরের জেল অথবা বড় অংকের জরিমানা হতে পারে। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি।

এটিএম/

Exit mobile version